রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ : ধৃতদের মধ‍্যে একজন মহিলাও

10th September 2021 5:29 pm মালদা
রাজস্থানের  তিন সোনা পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ : ধৃতদের মধ‍্যে একজন মহিলাও


দেবাশীষ পাল ( মালদা ) : রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।  যে দোকানে ওই পাচারকারীরা সোনা বিক্রি করতে এসেছিল সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, রাজস্থানের ধরমপুর জেলার ওই তিন ব্যক্তি মুচিয়ার মনোহরপুর এলাকার উত্তম কর্মকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে বেশকিছু সোনা বিক্রি করছিল। সে খবর জানতে পেরেই ওই দোকানে অভিযান চালানো হয়। যারা এই সোনাগুলি বিক্রি করছিল, তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায় নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোরাই সোনা এগুলো। বেআইনিভাবে ওই দোকানে বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় দোকানের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিনজনের নাম সুরজ সিং নায়েক, ধরমবীর নায়েক এবং কমলেশ নায়েক। এদের বাড়ি রাজস্থানে। পাশাপাশি এই ঘটনায় মনোহরপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের মালদা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।তবে পুলিশের আরোও অনুমান যে সোনা গুলো বিক্রি বা বন্ধক দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই কোন অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করছেন।





Others News